নন্দীগ্রাম উপজেলা
নন্দীগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোখলেছার রহমান নামের এক ব্যক্তি নিহত
বগুড়া লাইভ: বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোখলেছার রহমান (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার বুড়ইল ইউনিয়নের দাসগ্রাম শালুকা পাড়ার মৃত মজিবর রহমানের ছেলে।
পুলিশ জানায়, শনিবার রাতে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে নন্দীগ্রাম কলেজ মসজিদে তারাবি নামাজ পড়তে যাচ্ছিলেন মোখলেছার।
শেরপুর-নন্দীগ্রাম সড়কের দোহার মোড়ে দাড়িয়ে থাকা একটি বাঁশ বোঝাই ট্রলির পেছলে তার মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত মোখলেছার রহমানের চার বছরের এক ছেলে ও আট মাসর বয়সী মেয়ে রয়েছে।