জাতীয়

বগুড়ায় পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের র‍্যালী

বগুড়া লাইভঃ কয়েকদিন পর শুরু হচ্ছে স্বপ্নের বিশ্বকাপ।
আসন্ন ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বগুড়ায় লম্বা পতাকা নিয়ে আর্জেন্টিনার সমর্থকদের র‌্যালি দেখে এলাকাবাসী বিস্মিত হয়েছে। এলাকাবাসীর মন্তব্য, তারা কোনদিন এত বড় পতাকা দেখেননি।

বগুড়ার আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠির” ব্যানারে মঙ্গলবার সকালে এই র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি আলতাফুন্নেসা খেলার মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা ঘুরে আবার আলতাফুন্নেসা খেলার মাঠে গিয়ে শেষ হয়। এতে ২ শতাধিক আর্জেন্টিনার সমর্থক অংশগ্রহণ করে।

বর্তমান দলেও মেসি, হিগুয়েইন, ডি মারিয়া, আগুয়েরোর মতো তারকারা রয়েছেন। প্রিয় দল আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জয়ী হবে এটাই প্রত্যাশা করি।

র‍্যালিটি আয়োজন করেন : আর্জেন্টিনা ফুটবল সাপোর্টারস, বগুড়া, বাংলাদেশ।

ছবি: ফেসবুক সুত্র, সজল সেখ
লেখা : আরিফ_শেখ

এই বিভাগের অন্য খবর

Back to top button