জাতীয়

আজ পবিত্র শবে কদর

বগুড়া লাইভ: আজ মঙ্গলবার দিবাগত রাত পবিত্র লাইলাতুল কদর বা শবে কদরের রাত। শবে কদর অর্থ সম্মান ও মর্যাদাপূর্ণ রাত। বছরের যে ক’টি দিন ও রাত বিশেষভাবে মহিমান্বিত, তার মধ্যে সর্বাপেক্ষা উত্তম ও ফজিলতপূর্ণ এ শবে কদর।

পবিত্র রমজানের এ রাতে লাওহে মাহফুজ থেকে নিম্ম আকাশে মহাগ্রন’ আল কোরআন অবতীর্ণ হয় এবং এই রাতকে কেন্দ্র করে ‘আল কদর’ নামে একটি সূরাও অবতীর্ণ করা হয়। কোরআন নাজিলের মাস হিসেবে রমজান যেমন বিশেষ মর্যাদায় ভূষিত, তেমনি কোরআন নাজিলের কারণেই শবে কদর অতি ফজিলত ও তাৎপর্য বহন করে।

এই বিভাগের অন্য খবর

Back to top button