বগুড়া সদর উপজেলা
বগুড়ায় ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত
বগুড়া লাইভ: বগুড়ায় ছেলের ছুরিকাঘাতে আবদুর রশিদ (৫০) নামে এক অটোরিকশা চালক বাবা নিহত হয়েছেন। শনিবার রাতে শহরতলির ছোটকুমিড়ার পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পরপরই পুলিশ চারমাথা এলাকা থেকে ছুরিসহ ঘাতক ছেলেকে আটক করেছে।
ছোটকুমিড়ার পশ্চিমপাড়া গ্রামের ইয়াসিন আলীর ছেলে আবদুর রশিদ অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার ছেলে মাদকাসক্ত শাকিলও (২৫) অটোরিকশা চালায়। শনিবার রাত সাড়ে ৯টার দিকে পারিবারিক কলহের জের ধরে বাবা ও ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শাকিল ছুরি দিয়ে বাবা রশিদের শরীরে আঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত আবদুর রশিদকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং চারমাথা এলাকা থেকে হত্যায় ব্যবহৃত বার্মিজ ছুরিসহ শাকিলকে গ্রেফতার করে।