বগুড়া সদর উপজেলা
বগুড়া শহরের ফড়িং ফ্যাশন, রিচম্যান শো রুমের মালিকদের অর্থদন্ড
বগুড়া: লাইভ: ঈদকে উপলক্ষে করে শহরের বিভিন্ন এলাকায় গড়ে ওঠা দেকান ও নামকরা বিপনী বিতান গুলোতে বিভিন্ন তৈরী পোষাক গেঞ্জি সালোয়ার বিক্রি করার মূল দামের চেয়ে বেশী দামে । বগুড়া ৪র্থ আমর্ড পুলিশ ব্যটালিয়নের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমান আদালতের একটি বিশেষ টিম আবারো অভিযান চালিয়েছে ।
সেবা মূল্যের তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করে ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রির অপরাধে শহরের জলেশ^রীতলা এলকায় অবস্থিত “ফড়িং ফ্যাশন” এর আউট লেট (শো রুম)এর ম্যানেজার মোঃ মিজানুর রহমান (৪৮) কে ৫০হাজার টাকা,একই এলাকার “রিচম্যান” শো রুমে গোলাম ইলিয়াস খান (৩৫) কে ৫০ হাজার জরিমানা করে আদালত।