আদমদিঘী উপজেলা
শান্তাহারে ট্রাক্টরের চাপায় চালক নিহত
বগুড়া লাইভ: বগুড়ার আদমদীঘি উপজেলার শান্তাহার শহরের সাইলো সড়কে নিজের ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ট্রাক্টর চালক নয়ন হোসেন (২৩) মর্মান্তিক ভাবে মৃত্যু বরন করেছে। সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক নয়ন হোসেন নওগাঁ সদর উপজেলার রজাকপুর গ্রামের এরফান আলীর ছেলে ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এ দিন চালক নয়ন হোসেনে’র সিমেন্ট নিয়ে রানীনগরের বগারবাড়ি যাওয়ার কথা ছিল। সিমেন্ট ভর্তি ট্রাক্টরটি চালু রেখে সে পাশের একটি চাতালে খালি বস্তা নিতে যায়। এ সময় ট্রাক্টরটি হঠাৎ করে সামনের দিকে গড়িয়ে যেতে থাকে। নয়ন হোসেন দ্রুত দৌড়ে এসে টাক্টরের নিয়ন্ত্রন নিতে গেলে ট্রাক্টরের চাকার নিচে পিষ্ট হয় এবং ঘটনাস্থলেই সে মৃত্যু বরন করেন