শেষ মহূর্তে জমজমাট কাহালুর ঈদ মার্কেট
মোঃ ফাহিম আহম্মেদ রিয়াদ (বগুড়া লাইভ): আর মাত্র কদিন বাদেই ঈদ। মুসলমানদের এই ঈদের আনন্দ ভাগাভাগি করতে সবার নিচ্ছেন প্রস্তুতি। যার যেমন সামর্থ তা দিয়েই সাধ্য মতো করছেন ঈদ মার্কেট। ঈদের দিন যতই ঘনিয়ে আসছে কাহালু উপজেলার মার্কেট গুলোতে ক্রেতাদের হুমড়ি খাওয়া ভীর ততই বাড়ছে। কাহালু পৌর সদরসহ উপজেলার ছোট-বড় সব মার্কেট ও হাটা-বাজার গুলো ক্রেতার ভীরে সরগরম হয়ে উঠেছে। কিশোর-কিশোরী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ঈদের কেনাকাটার জন্য মহা-ব্যাস্ত হয়ে পড়েছেন। কাপড়-চোপড়, জুতা-সান্ডেল ও কসমেটিকের দোকান গুলোতে মানুষের তীল ধরনের ঠাঁই নেই। টেইলার্স গুলোতে ঈদের কাপড়-চোপড় তৈরীর অর্ডার নেওয়া অনেক আগেই একপ্রকার বন্ধ হয়ে গেছে। তারপরে ঈদের জামা-কাপড় ডেলিভারী দিতে হিমশিম খাচ্ছে টেইলার্স মালিক-কর্মচারীরা।
অধিকাংশ দোকানেই কাপড়-চোপড়সহ বিভিন্ন জিনিষপত্রের দাম বেশী হাকলেও ক্রেতার মধ্যে নেই কোনো বিরূপ মনোভাব। দাম যাই হাক ঈদের জন্য সবাই চায় পছন্দের জিনিসপত্র। গত কয়েক দিনের প্রচন্ড গরমে অত্র উপজেলার মানুষের দুর্ভোগ চরমে পৌছলেও সেই খেয়াল ল করা যায়নি ঈদ মার্কেট করতে আসা মানুষজনের মধ্যে। সকলেই ঈদের আনন্দ উপভোগ করতে গরম উপেক্ষা করে, শরীর ভিজিয়ে পাল্লা দিয়ে করছেন ঈদ মার্কেট। তাদের মধ্যে নেই অ¯^স্তিকর মনোভাব। বিভিন্ন দোকানপাটে গিয়ে বিক্রেতাদের কাছে জানা গেছে অনেক ভালো বেচা-কেনা হচ্ছে। অনেকে ক্রেতার ভীর সামাল দিতেই রীতিমতো হিমশিম খাচ্ছে।