খেলাধুলা
এবার বগুড়ায় ব্রাজিল সমর্থকদের বিশাল র্যালি
রাত পোহালেই পর্দা উঠতে যাচ্ছে “গ্রেটেস্ট সো অন আর্থ” ফিফা বিশ্ব কাপ ২০১৮। বিশ্বকাপের উপলক্ষে আজ বুধবার বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে ব্রাজিলের সমর্থকদের আয়োজনে হয়ে গেল বিশাল র্যালি ও মঙ্গলশোভা যাত্রা।
শোভা যাত্রাটি আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে শুরু হয়ে বগুড়ার প্রাণকেন্দ্র সাথমাথা হয়ে বিভিন্ন মহাসড়ক প্রদর্শন করে। উক্ত র্যালিতে ব্রাজিল সমর্থকদের জার্সি, পতাকা, ব্যানার,ফ্যাস্টুন নিয়ে অংশগ্রহণ করতে দেখা যায়।