শিক্ষা

৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারে প্রথম বগুড়ার ত্বকি ফয়সাল

বগুড়া লাইভ:  ৩৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে প্রথম হয়েছেন ত্বকি ফয়সাল। সে বগুড়া জিলা স্কুল এসএসসি ও বগুড়া আজিজুল হক কলেজ থেকে এইচএসসি পাশ করে বুয়েটে ভর্তি হন। অদম্য মেধাবী এই তরুণ শিক্ষা জীবনের সকল পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। ত্বকি ফয়সালের বাড়ি বগুড়া শহরের কলোনী তে।

৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার এক বিশেষ বৈঠকের পর এই ফল প্রকাশ হয়।

পিএসসি চেয়ারম্যান এ সম্পর্কে বলেন, ৩৭তম বিসিএসে বিজ্ঞাপনে ১হাজার ২২৬ জনের কথা থাকলে ১ হাজার ৩১৪ জনকে ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এতে সাধারন ক্যাডার হয়েছেন ৪৬৫ জন, সহকারী সার্জন হয়েছেন ২৭২ জন, ডেন্টাল সার্জন হয়েছেন ৫১ জন। অন্যান্য কারিগরিতে ক্যাডার হয়েছেন ৩১৬ জন এবং শিক্ষা ক্যাডার হয়েছেন ২১০ জন। এছাড়া ৩ হাজার ৪৫৪ জনকে নন ক্যাডারে অপেক্ষমান রাখা হয়েছে। পদ পাওয়া সাপেক্ষে তাদের নিয়োগ দেওয়া হবে।

গত বছরের ১১ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়। শেষ হয় গত বছরের ২৩ মে। এই পরীক্ষায় ৫ হাজার ৩৭৯ জন পাস করেন। ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। প্রাথমিক বাছাই পরীক্ষায় ৮ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হন। তবে লিখিত পরীক্ষায় অংশ নেন ৮ হাজার ৩১ জন।প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি।

এই বিভাগের অন্য খবর

Back to top button