সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে ঈদ আগামীকাল শুক্রবার
আজকে শাওয়াল মাসের চাঁদ দেখাতে পাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামীকাল শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে।
চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবে ঈদ ঘোষণা করা হয়েছে বলে আল-আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে।
অপরদিকে ভারতে চাঁদ দেখা না যাওয়ায় কেন্দ্রীয়ভাবে শনিবার ঈদ উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে। তবে কেরালায় আগামী কাল শুক্রবারই ঈদ হচ্ছে বলে জানা যায়।
আমরা জানি সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। তারই ধারাবাহিকতায় আগামী কাল শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে বাংলাদেশে শনিবার ঈদ হবে।
আগামীকাল সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম মসজিদের সভাকক্ষে।
এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবছরের ন্যায় চাঁদপুর, মাদারীপুর ও শরীয়তপুর এ চার উপজেলার কয়েকশ গ্রামের হাজার হাজার মুসলিমরা শুক্রবার ঈদ উদযাপন করবেন।
এই কয়েক উপজেলার মুসলিমরা দীর্ঘদিন ধরেই সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদ, শবে-বরাত, শবে-মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকেন।