৩৭ তম বিসিএস কৃষি ক্যাডারে ৩য় বগুড়ার অনিক মেহফুজ
বগুড়া লাইভ: ৩৭তম বিসিএস কৃষি ক্যাডারে (সুপারিশপ্রাপ্ত) এবার তৃতীয় হয়েছেন বগুড়ার মো:অনিক মাহফুজ। তার গ্রামের বাড়ি বগুড়া জেলার গাবতলী থানার ধর্মগাছা গ্রামে। তার স্কুল ছিলো মহিষাবান বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং সরাকারী আজিজুল হক কলেজ থেকে এইচএসসি পাশ করে ভর্তি হন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ।
৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার এক বিশেষ বৈঠকের পর এই ফল প্রকাশ হয়।
পিএসসি চেয়ারম্যান এ সম্পর্কে বলেন, ৩৭তম বিসিএসে বিজ্ঞাপনে ১হাজার ২২৬ জনের কথা থাকলে ১ হাজার ৩১৪ জনকে ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এতে সাধারন ক্যাডার হয়েছেন ৪৬৫ জন, সহকারী সার্জন হয়েছেন ২৭২ জন, ডেন্টাল সার্জন হয়েছেন ৫১ জন। অন্যান্য কারিগরিতে ক্যাডার হয়েছেন ৩১৬ জন এবং শিক্ষা ক্যাডার হয়েছেন ২১০ জন। এছাড়া ৩ হাজার ৪৫৪ জনকে নন ক্যাডারে অপেক্ষমান রাখা হয়েছে। পদ পাওয়া সাপেক্ষে তাদের নিয়োগ দেওয়া হবে।
তথ্য: কেএমএইচ মাহমুদুল হক