আজ চাঁদ দেখা গেলেই কাল ঈদ!
বগুড়া লাইভঃ গতকাল মধ্যপ্রাচ্যের প্রায় সকল দেশে চাঁদ দেখতে পাওয়াই আজকে তারা ঈদ উদযাপন করছে।
আজ শুক্রবার ২৯ রমজান শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে।
আজ আমাদের দেশে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে প্রতিবছরের মতো এবারও কাদরিয়া-চিশতিয়া তরিকার অনুসারীরা ঈদ উদযাপন করছেন।
দেশের কোথাও চাঁদ দেখা গেল কি না এবং সে অনুযায়ী ঈদুল ফিতর কাল কিনা তা নির্ধারণ করতে জাতীয় চাঁদ দেখা কমিটি ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে। বৈঠকটি বসবে আজ সন্ধ্যা সোয়া ৭টায় (বাদ মাগরিব)।
সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান। গত বুধবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আজ শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে কাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসবে। বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে নিম্নোক্ত ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানানোর অনুরোধ করা হয়েছে।