জাতীয়

শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে আগামীকাল ঈদ

বগুড়া লাইভঃ জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান সভাপতিত্বে আজ সন্ধ্যা সোয়া ৭টায় (বাদ মাগরীব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত চাঁদ দেখা কমিটি পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে।

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে জানানো হয়, আজ বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে। তাই কাল শনিবার সারা দেশে ঈদ উদযাপিত হবে।

সারাদেশে ঈদ উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে কয়েকদিন আগে থেকেই। বগুড়া সহ সারাদেশে যথাযোগ্য ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনায় ঈদ উদযাপনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে মুসলিম উম্মাহরা।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর রোজাদারদের জন্য পবিত্র ঈদ-উল ফিতর খুবই তাৎপর্যপূর্ণ বিষয়।

ঈদুল ফিতর আরবি শব্দ। এর অর্থই হচ্ছে আনন্দ, উৎসব, খুশি। আমাদের মাঝে থেকে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস শেষে তাই শাওয়াল মাসের প্রথম দিনই শুরু হয়ে গেছে মুসলিমদের মধ্য আনন্দ।

পবিত্র শাওয়াল মাসের চাঁদ আকাশে ভেসে উঠার পরই বাংলাদেশের সকল সরকারি, বেসরকারি টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং এফএম রেডিও থেকে ভেসে আসছে চিরচেনা সেই গান `ও মন রমজানের ওই রোজার শেষে এল খুশির ঈদ`।

আজ এই ঈদের খুশিতে বগুড়া লাইভ পরিবার এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছে ও অভিনন্দন।
ঈদ মোবারক

এই বিভাগের অন্য খবর

Back to top button