বগুড়ায় ঈদের দিন দুই মোটর সাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
বগুড়া লাইভ: ঈদের দিন সকালে শহরের ফুলতলা এলাকায় প্রথম বাইপাস মহাসড়কে দুই মোটর সাইকেলের সংঘর্ষে সিজন (২২) নামে এক কলেজ ছাত্র নিহত এবং অপর ৫জন আহত হয়েছে। নিহত সিজন শাজাহানপুর উপজেলার কড়িআনজুল গ্রামের বুলু মিয়ার ছেলে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সিজল তার দুই বন্ধুকে নিয়ে মোটর সাইকেলে বাড়ি থেকে শহরে তার নানার বাড়ি আসছিল। সকাল সাড়ে ১০টার দিকে তারা শহরের ফুলতলা এলাকায় আমেরিকা বোর্ডিং-এর সামনে পৌঁছার পর বিপরতী দিক থেকে ৩ আরোহীসহ আসা অপর একটি মোটর সাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ৬জন আহত হয়। স্থানীয় লোকজন আহতদের শজিমেক হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় সিজনের মৃত্যু হয়।
শজিমেক হাসপাতালসংলগ্ন ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল আজিজ মণ্ডল জানান, মোটর সাইকেল দু’টি তীব্র গতিতে ছুটে চলছিল। প্রচণ্ড গতির কারণেই চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।