শ্রেষ্ঠত্বের পতন: ব্রাজিল-জার্মানি-আর্জেন্টিনা

দিন কারো সমান যায় না। সর্বত্রই দিন বদলের পালায় ঢেউ লেগেছে। সবাই চাইছে নিজে বদলে যেয়ে অপরকে বদলাতে। লৌহকপাট ভেঙ্গে লোপাট করার নেশায় মত্ত হয়েছে মানুষ। প্রযুক্তি পৃথিবীকে এক বিরাট গ্রামে পরিণত করেছে। এখন আর কেউ ছেড়ে কথা বলবে না। বিশ্ব রাজনীতিতে ইঙ্গ-মার্কিন-ফরাসি ত্রয়ের মোড়লীপনায় রাশিয়া-চীন-ভারত-তুরস্ক যেমন করে ভাগ বসাতে চাইছে তেমনি করে ব্রাজিল-জার্মানি-আর্জেন্টিনার প্রভুত্বকে উড়িয়ে দিতে অপরাপর দেশ ডিনামাইটের বিস্ফোরণ ঘটিয়েছে।

আর তাতে রাশিয়ায় খেলতে আসা সেরাদের শ্রেষ্ঠত্বের পাহাড়গুলো একে একে ধসে পড়তে শুরু করেছে।  আমরা দেখতে পাচ্ছি যেন কোন এক আজব দেশে অবাক করা খেলা শুরু হয়েছে। সেই আজব দেশে এক নতুন ফুটবল পরাশক্তির সম্মিলিত জোট আভির্ভূত হতে চলেছে। সাবাশ! এই নবীন-নতুন, সবুজ-অবুঝকে আমরা সানন্দে স্বাগত জানাই। অভিনন্দন সুইস-আইস-মেক্সিকানদের।

এই বিভাগের অন্য খবর

Back to top button