নন্দীগ্রাম উপজেলা
নন্দীগ্রামে চলন্ত প্রাইভেটকারে আগুন
বগুড়া লাইভ: বগুড়ার নন্দীগ্রামে চলন্ত প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়া শহরের কলেজ রোডের কালিতলা এলাকার আব্দুল খালেক তার পরিবার নিয়ে রাজশাহী থেকে বগুড়া ফেরার পথে নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে হঠাৎ চলন্ত প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়। টের পেয়ে গাড়ির যাত্রীরা দ্রুত নেমে যান।
বুধবার দুপুর ১২টায় কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করে জানান, প্রচণ্ড গরমে গাড়ির ইঞ্জিন গরম হয়ে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।