বগুড়ার ধুনটে আবারও স্কুল শিক্ষার্থী ধর্ষন!
শিশির (বগুড়া লাইভ) : বগুড়া জেলার ধনুট উপজেলার নিমগাছী ইউনিয়নের সোনাহাটা এলাকায় এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষনের ঘটনা ঘটেছে আজ।
স্থানীয় সুত্রে জানা যায়, ঐ স্কুল শিক্ষার্থীকে একই গ্রামের আব্দুল মজিদের ছেলে মুকুল হোসেন (২৩) প্রায়ই প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। প্রস্তাবে সাড়া না দেয়ায় শিক্ষার্থীর উপর ক্ষিপ্ত হয় মুকুল হোসেন।
ঘটনার দিন রাতে স্কুল শিক্ষার্থীর বাবা মা পাশের গ্রামে আত্নীয়র বাড়িতে বেরাতে যাবার পর শিক্ষার্থী তার নিজ ঘড়ে ঘুমিয়ে পড়ে। এ সুযোগে মুকুল হোসেন কৌশলে ঘড়ের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে শিক্ষার্থীকে ধর্ষন করে।
গত ২১ জুন রাতে এ ধর্ষনের ঘটনা ঘটে। স্কুল শিক্ষার্থী উপজেলার ফরিদপুর গ্রামের জনৈক এক কৃষকের মেয়ে। এক পর্যায়ে শিক্ষার্থীর চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে ধর্ষক মুকুল হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদি হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করে। শুক্রবার ঐ স্কুল শিক্ষার্থীকে উদ্ধারের পর তাকে শারীরিক পরীক্ষার জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
উক্ত ঘটনায় মামলার আসামি মুকুল হোসেন পালাতক থাকায় তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানা যায়।