বগুড়া সদর উপজেলা
বগুড়ায় মোটরসাইকেল ছিনতাই চক্রের কাছে জিম্মি শহরবাসী
বগুড়া লাইভ: বগুড়া শহরে রাতের আঁধারে কালেপালচার মোটর সাইকেল ছিনতাই আবারো বৃদ্ধি পেয়েছে। এসব মোটর সাইকেল ছিনতাই চক্রের থাবার কাছে জিম্মি হয়ে পড়েছে গোটা শহরবাসী । প্রতিদিন শহরের কোথাও না কোথাও কালো পালচার মোটর সাইকেল ছিনতাইকারী বাহিনীর ছোবলে কবলে পড়ে আহত হচ্ছেন নারী শিশু, খোয়াচ্ছেন তাদের সর্বস্ব ।
অভিযোগ রয়েছে গত কিছুদিন যাবত শহরের মোহাম্মদ আলী হাসপাতাল ও এর আশ পাশের এলাকা এবং কলোনী ,ঠনঠনিয়া ,পিটিআই মোড়,রহমাননগর মালতীনগর বক্সীবাজার মোড়, সুত্রাপুর খান্দার এলাকা সহ গোটা গোহাইল রোড এলাকায় হরহামেশাই ছিনতাইকারী চক্রের হাতে লুন্ঠিত হচ্ছে রিক্সা যাত্রীরা ।
শহরের মাটিডালী ,আটাপাড়া , বৃন্দাবনপাড়া ,শেউজগাড়ী, চারমাথা ও তিনমাথা,শাকপালা ,বনানী চেলোপাড়া নারুলী ,সাবগ্রাম এলাকায় মোটর সাইকেল ছিনতাই বাহিনীর দৌরত্বের কাছে জিম্মি হয়ে পড়েছেন এলাকার মানুষ ।