বগুড়া লাইভ - আপডেট
শ্রীলংকায় পুষ্টি সচেতন কৃষি ও খাদ্য বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে টিএমএসএস প্রধান ড. হোসনে আরা
(বগুড়া লাইভ): কলম্বোর তাজ সমূদ্র হোটেলে গত সোমবার বিশ্ব ব্যাংক আয়োজিত ও শ্রীলংকার প্রেসিডেন্সিয়াল সেক্রেটারিয়েটের আমন্ত্রণে দক্ষিণ এশিয়ার পুষ্টি সচেতন কৃষি ও খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমের নেতৃত্বে ৬ সদস্যের অংশ গ্রহনকারী দল সেখানে যোগ দেন এবং অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য প্রদান করেন। সম্মেলনে বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলংকা, মালদ্বীপ, ভুটান ও আফগানিস্তানের সরকারি, বেসরকারি প্রতিনিধি ছাড়াও বিশ্ব খাদ্য সংস্থা, এসএনডি, ইউনিসেফ, ব্র্যাকসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।
দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন শ্রীলংকার প্রেসিডেন্টের সচিব অষ্টিন ফার্নান্দেজ।