বগুড়া লাইভ - আপডেট

শ্রীলংকায় পুষ্টি সচেতন কৃষি ও খাদ্য বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে টিএমএসএস প্রধান ড. হোসনে আরা

(বগুড়া লাইভ): কলম্বোর তাজ সমূদ্র হোটেলে গত সোমবার বিশ্ব ব্যাংক আয়োজিত ও শ্রীলংকার প্রেসিডেন্সিয়াল সেক্রেটারিয়েটের আমন্ত্রণে দক্ষিণ এশিয়ার পুষ্টি সচেতন কৃষি ও খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সম্মেলনে টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমের নেতৃত্বে ৬ সদস্যের অংশ গ্রহনকারী দল সেখানে যোগ দেন এবং অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য প্রদান করেন। সম্মেলনে বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলংকা, মালদ্বীপ, ভুটান ও আফগানিস্তানের সরকারি, বেসরকারি প্রতিনিধি ছাড়াও বিশ্ব খাদ্য সংস্থা, এসএনডি, ইউনিসেফ, ব্র্যাকসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।

দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন শ্রীলংকার প্রেসিডেন্টের সচিব অষ্টিন ফার্নান্দেজ।

এই বিভাগের অন্য খবর

Back to top button