নন্দীগ্রাম উপজেলা

ভারি বর্ষণের জন্য নন্দীগ্রামের ১১ গ্রাম প্লাবিত

কয়েক দিনের ভারি বর্ষণে বগুড়ার নন্দীগ্রামের ২টি ইউনিয়নের প্রায় ১১ গ্রাম প্লাবিত হয়েছে। সরেজমিনে দেখা গেছে, উপজেলার দ্যৈয়নারা খাড়ির বাঁধ ভেঙে ভাটরা ইউনিয়নের ৯টি গ্রাম ও থালতামাঝগ্রাম ইউনিয়নের ২টি গ্রাম একেবারে প্লাবিত হয়েছে। ওই কয়েকটি গ্রামের কাঁচা রাস্তাগুলো ডুবে গিয়ে মানুষ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তার ওপর দিয়ে উজানের পানি বয়ে যাচ্ছে। আবাদি জমির ওপর দিয়ে পানি বইছে। এতে কৃষকরা চরম দুশ্চিন্তায় রয়েছেন।

কিছু কিছু কৃষক তাদের জমিতে আমন ধান রোপণ করলেও সেসব জমি ডুবে গিয়েছে। গ্রামের মেঠোপথগুলো ডুবে যাওয়া যোগাযোগ ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানিবন্দি হয়ে পড়েছে ভাটরা ইউনিয়নের নাগরকান্দি, বৃষ্ণপুর, চাতারাগাড়ী, কালিয়াগাড়ী, উমাপতিদিঘী, দমদমা, পারনাগরকান্দি গ্রাম।

থালতা মাঝগ্রাম ইউনিয়নের পারশুন, পারঘাটা গ্রামসহ আরো কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দির মধ্যে জীবনযাপন করছেন। এ ছাড়া ২টি ইউনিয়নের প্রায় ৮০টি পুকুর ডুবে গিয়ে মাছ চাষিদের চরম ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button