নন্দীগ্রাম উপজেলা
ট্রেন্ডিং

বগুড়ার নন্দীগ্রামের কাথম-কালিগঞ্জ সড়কের বেহাল দশা

বগুড়ার নন্দীগ্রামের কাথম-কালিগঞ্জ সড়কে কার্পেটিং, ইট, বালু ও খোয়া উঠে খানাখন্দে পরিণত হয়েছে। কোথাও কোথাও বড় বড় গর্ত হয়ে ছোট ছোট পুকুরে পরিণত হয়েছে। বেহাল এই সড়ক দিয়ে যানবাহন অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে। এজন্য এই সড়কে যাতায়াতকারী যাত্রীদেরও চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।

সড়ক ও জনপথ বিভাগের কাথম-কালিগঞ্জ সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে এসড়ক দিয়ে চলাচল করতে গিয়ে অসুস্থ ও গর্ভবতী মায়েদের কষ্টের শেষ থাকে না। এসড়কটি দিয়ে প্রতিদিন শতশত বাস, ট্রাক, সিএনজি, ভটভটিসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। সড়কটি ভাঙ্গার কারণে প্রায়ই লোকজন দূর্ঘটনার শিকার হতে হয়। তারপরেও কোন বিকল্প ব্যবস্থা না থাকায় অনেক কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন সড়কটিতে যাতায়াত করছে। তাই অতিদ্রুত সড়কটি সংস্কার করার দাবি জানান এলাকাবাসী।

এই বিভাগের অন্য খবর

Back to top button