কাঁচা বাজার

বগুড়ার চরাঞ্চলের কৃষকেরা মুগ ডাল ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছেন

বগুড়ার চরাঞ্চলের কৃষকেরা মুগ ডাল ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছেন। এবার ফলন ভালো হওয়ায় তাদের চোখেমুখে খুশির ঝলক বইছে। কম খরচে মুগ ডালের ভালো ফলন পাওয়া যায়। অথচ কয়েক বছর আগেও এ অঞ্চলের কৃষকেরা এটি চাষ করতেন না। এখন চরবাসীর অনেকেই ঝুঁকে পড়েছেন।

বগুড়ার ধুনট উপজেলার বৈশাখী, সারিয়াকান্দি উপজেলার বোহাইল, ধারাবর্ষা, কাজলা, আওলাকান্দি চরসহ আশপাশের সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার শানবান্ধা, মেখোলা চরে পাকা মুগ ডাল শোভা পাচ্ছে। কেউ কেউ মুগ ডাল ঘরে তুলতে শুরু করেছে। ইরি-বোরো ধান কাটার পরই পতিত ঘাসের জমিতে এই ডালের চাষবাদ করা হয়েছে। বৈশাখী চরের গিয়াস উদ্দিন জানান, অনেকটা বিনা খরচেই মুগ ডালের চাষ করা যায়। চাহিদা যেমন, দামও বেশি। তাই এখন অনেকেই এই ডালের চাষ করছেন।

 

 

এই বিভাগের অন্য খবর

Back to top button