শেরপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে জলাবদ্ধতা
সামান্য বৃষ্টি হলেই উলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে জমছে হাঁটুপানি। পুরো বর্ষা মৌসুম জুড়েই পানি আটকে থাকে। এই কারণে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে বিদ্যালয়টিতে শিক্ষার্থীর উপস্থিতির হার কমে গেছে। পাশাপাশি শিশুরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া মাঠে জমে থাকা পানি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে করে শিক্ষার পরিবেশও মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
১৯৩১সালে প্রতিষ্ঠিত বগুড়ার শেরপুর পৌরশহরের উলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ৩৫০জন শিক্ষার্থী লেখাপড়া করছে। এখানে শিক্ষক-শিক্ষিকা রয়েছেন দশজন।
বিদ্যালয় চত্বরের বিশাল মাঠটিতে হাঁটুপানি জমে আছে। বিদ্যালয়ের আশপাশের বাসা-বাড়ি, রাস্তা ও পানি নিষ্কাশনের ড্রেন থেকে মাঠটি অনেকটা নিচু। ফলে প্রতিবছর বর্ষায় আশপাশের পানি এসে মাঠটিতে জমে স্থায়ী জলাদ্ধতার সৃষ্টি হয়। বর্তমানে বিদ্যালয় মাঠের মাঝে পানি আটকে রয়েছে। এমনকি জমে থাকা পানি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে