বিনোদন

বগুড়ার হিরো আলম যখন টারজান

আশরাফুল আলমের (হিরো আলম) বাড়ি বগুড়া জেলার বানদিঘী গ্রামে। এক সময় সে ডিস আলম নামে এলাকায় পরিচিত ছিলো। সম্প্রতি সোস্যাল মিডিয়ার মাধম্যেই সমালোচনায় আসে।

এরপর থেকেই সমালোচনা ঠেলে নিজের স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। এরইমধ্যে ‘মারছক্কা’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। সামনে আরেকটি চলচ্চিত্রে কাজ করার কথাও শোনা যাচ্ছে।

সম্প্রতি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছেন নায়ক হবার স্বপ্ন দেখা আশরাফুল আলম। তারই ট্রেলার প্রকাশিত হয়েছে। আর এখানেই তাকে দেখা গেল টারজানের অবয়বে। স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রটির নাম ‘টারজান দ্য হিরো আলম।

আলমের বিপরীতে অভিনয় করেছেন রুবিনা, অমি রুবেল ও অন্যান্যরা। এটি পরিচালনা করেছেন ইয়াসিন বিন আরিয়ান।

‘টারজান দ্য হিরো আলম’ প্রযোজনা করেছে বিডি এন্ড কম নামের একটি প্রতিষ্ঠান। শিগগিরই এটি মুক্তি পাবে বলে জানা গেছে ।

এই বিভাগের অন্য খবর

Back to top button