ধুনট উপজেলা

বগুড়ায় বাঙ্গালী নদীর ভাঙনের মুখে পড়েছে ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের জয়শিং সরকারি প্রাথমিক বিদ্যালয়

বগুড়ায় বাঙ্গালী নদীর ভাঙনের মুখে পড়েছে ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের জয়শিং সরকারি প্রাথমিক বিদ্যালয়। বেশ কয়েক বছর ধরেই বর্ষা মৌসুমে বন্যার পানির তোড়ে একটু একটু করে ভাঙছে নদীর তীর। তবে চলতি বর্ষায় এরই মধ্যে বিদ্যালয়টির সীমানার একাংশ ভেঙে নদীতে চলে গেছে। এ অবস্থায় বিদ্যালয়টি রক্ষার দাবি জানিয়েছেন এর শিক্ষার্থী ও শিক্ষকরা। গত সোমবার বিদ্যালয়ের শিক্ষার্থীরা এজন্য মানববন্ধনও করেছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আল ইমরান, সহকারী শিক্ষক মেহেদী হাসান, রেজাউল করিম, রফিকুল ইসলাম, এনামুল বারী, রেহেনা পারভীন, আশরাফি আকতার রুপালী, সমাজসেবক হামিদুল হক, মুরাদুজ্জামান, মিঠু মিয়া প্রমুখ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান বলেন, ‘বিদ্যালয়ের পাশ দিয়েই বয়ে গেছে বাঙ্গালী নদী। প্রতি বছরই এ নদীর পাড় ভাঙছে। কয়েক বছরের ব্যবধানে নদীটি বিদ্যালয়ের কাছে চলে এসেছে। এখনই ভাঙন রোধ করা না গেলে শিক্ষাপ্রতিষ্ঠানটি অচিরেই নদীতে বিলীন হয়ে যাবে।’

ধুনট উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান বলেন, ‘বিদ্যালয়টির সীমানা ভেঙে যাওয়ার বিষয়ে কেউ অবগত করেনি। তবে বর্তমান অবস্থা পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

এই বিভাগের অন্য খবর

Back to top button