কাহালু উপজেলা

বগুড়া-রানীরহাট-দুর্গাপুর সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় যাতায়াতে চরম ভোগান্তি

বগুড়া-রানীরহাট-দুর্গাপুর সড়ক বেহাল

এলজিইডির আওতায় বগুড়া ভায়া রানীরহাট-দুর্গাপুর সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় কার্পেটিং উঠে গিয়ে যাতায়াতে উপজেলাবাসী চরম ভোগান্তির সম্মুখীন হয়েছেন। উপজেলার মালঞ্চা ইউনিয়নের এরুইল বাজার থেকে বোলধর সড়কে অবস্থা একেবারেই বেহাল। আর এরুইল বাজার থেকে বোলধর পর্যন্ত সড়কের বেশির ভাগ স্থানের মধ্যে কার্পেটিং উঠে গিয়ে খানা-খন্দকে ভরাসহ তিনটি স্থানে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। সবচেয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে এরুইল বাজার বাসস্ট্যান্ড এলাকায়।

সামান্য একটু বৃষ্টি হলেই এখানে এক হাঁটু পানি জমে যায়। আর এ অবস্থার মধ্যদিয়ে এ সড়কে ভারী যান চলাচল করতে গিয়ে উল্লেখিত স্থানে প্রায় প্রতিদিন বাস ও ট্রাক কাদার মধ্যে আটকা পড়ে যান চলাচলে চরম বিঘ্নের সৃষ্টি হচ্ছে।

বগুড়া ভায়া রানীরহাট-দুর্গাপুর সড়কের ব্যাপারে কাহালু উপজেলা প্রকৌশলী আহসান হাবিব বলেন, সড়কটি সংস্কারের এস্টিমেট করে এলজিইডির আরসিইপি প্রকল্পে পাঠানো হয়েছে। এ ছাড়া জরুরি ভিত্তিতে মেরামতের জন্য বগুড়া অফিসেও এস্টিমেট পাঠানো হয়েছে। তবে কবে নাগাদ কাজ হবে তা তিনি বলতে পারেন না

এই বিভাগের অন্য খবর

Back to top button