খেলাধুলা

বাংলাদেশের অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে শুরুতেই বাজিমাত

শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৫ ফুটবল দল।

সেই লক্ষ্যের শুরুটা হয়েছে উড়ন্ত সূচনা দিয়ে। পাকিস্তানকে ১৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে বাংলাদেশী মেয়েরা।

খেলার শুরু থেকেই গোলের দেখা পেয়েছেন আক্রমণভাগের প্রায় সবাই।
বাংলাদেশের হয়ে শামছুন্নাহার একাই করেছেন ৫ গোল। দুটি করে গোল করেছেন তহুরা খাতুন, সাজেদা খাতুন ও আনাই মোগিনি।

এ ছাড়াও একটি করে গোল করেন মনিকা চাকমা, শামসুন্নাহার ও মারিয়া।

এই জয়ের ফলে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশের মেয়েরা।

১৩ই আগস্ট, সোমবার গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।

১৬ই আগস্ট হবে দুটি সেমিফাইনাল ম্যাচ। আর ১৮ই আগস্ট হবে ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।

এই জয়ের মাধ্যমে বাংলাদেশী মেয়েদের একটাই আশা শিরোপা জয়ের।

এই বিভাগের অন্য খবর

Back to top button