শিবগঞ্জ উপজেলা
যানবাহনের কাগজপত্র সঠিক পাওয়ায় চালককে ফুলের শুভেচ্ছা দিচ্ছে মোকামতলার ট্রাফিক ফাঁড়ির পুলিশ
বগুড়া লাইভঃ সারাদেশব্যাপি ট্রাফিক সপ্তাহ উপলক্ষে উত্তবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ট্রাফিক ফাড়ির পুলিশ, সুযোগ্য টিআই এএসএম রাশেদুল ইসলাম রাশেদ এর নেতৃত্বে, সার্জেন্টে গোলাম রব্বানি রংপুর মহা-সড়কে বৃহঃবার দিনভর বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই করে।
কাগজ যাচাই কালে গাড়ির কাগজপত্র সঠিক থাকায় ওই সকল চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে।
ব্যতিক্রমে এই উদ্যোগকে এলাকাবাসি ও সুধী মহলে ব্যাপক প্রশংসা পেয়েছে ওই কর্মকর্তাগন।
বগুড়া লাইভ পরিবার এর পক্ষ থেকে এমন কাজকে সাধুবাদ জানায়।