বগুড়া সদর উপজেলা

বগুড়ায় পুলিশের রক্তে বেঁচে গেলো রিক্সাচালকের প্রাণ

কথায় আছে রক্ত দিন জীবন বাঁচান… এবার বাঁচলো পুলিশের রক্তে রিক্সাচালকের প্রাণ।

পুলিশ কনস্টেবল বিপ্লব, বগুড়া জেলায় কর্মরত। গত ১০ আগস্ট শুক্রবার ডিউটি থেকে ফিরে ব্যারাকে এসেছেন মাত্র। এমন সময় পুলিশ লাইন থেকে তিনি সংবাদ পান বগুড়া শহরের কৈগাড়ী এলাকায় রাত দশটায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রিক্সাচালক পিযুষ মারাত্মক আহত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
অধিক রক্তক্ষরণে শরীরে রক্তশুণ্যতা দেখা দিয়েছে, তাকে বাঁচাতে দূস্প্রাপ্য ‘ও’ নেগেটিভ রক্তের প্রয়োজন। সংবাদ পাওয়া মাত্র ছুটে যান বিপ্লব, নিজ শরীর থেকে এক ব্যাগ রক্ত দিয়ে জীবন বাঁচান রিক্সাচালক পিযুষ এর। পুলিশের এই মহানুভবতায় কৃতজ্ঞতা জানিয়েছেন পিযুষ এর পরিবার সহ অন্যান্যরা।
 
(বিঃদ্রঃ সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, প্রতিটি পুলিশ লাইনে রক্তের গ্রুপ অনুযায়ী পুলিশ সদস্যদের তালিকা করা আছে। যে কোন মুহুর্তে জরুরী রক্তের প্রয়োজনে পুলিশের সহযোগিতা চাওয়া হলে প্রয়োজনীয় রক্তের রক্তদাতা প্রেরণ করা হয়।)
তথ্যসুত্র: বগুড়া ট্রিবিউন

এই বিভাগের অন্য খবর

Back to top button
A palavra '' foi encontrada no array.