কলেজ

বগুড়ার ছয়টিসহ সরকারি হল ২৭১ কলেজ

মেয়াদের শেষ দিকে এসে ২৭১টি বেসরকারি কলেজের জাতীয়করণ করেছে আওয়ামী লীগ সরকার। তার মধ্যে বগুড়ার ছয়টিসহ উত্তরাঞ্চালের ৭৭টি কলেজ রয়েছে। এ নিয়ে দেশে সরকারি কলেজ ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৫৯৮টি। শিক্ষক প্রশিক্ষণ কলেজ এবং সরকারি আলিয়া মাদ্রাসা মিলিয়ে এতদিন দেশে ৩২৭টি সরকারি কলেজ ছিল। যেসব উপজেলায় সরকারি কলেজ নেই, সেখানে একটি করে কলেজকে জাতীয়করণের প্রতিশ্রুতি রয়েছে সরকারের।

বগুড়া জেলার সরকারি করা কলেজগুলো হলো:

  • কাহালুতে কাহালু ডিগ্রি কলেজ,
  • শিবগঞ্জে শিবগঞ্জ এম এইচ মহাবিদ্যালয়,
  • শেরপুরে শরপুর কলেজ,
  • ধুনটে ধনট ডিগ্রি কলেজ,
  • সারিয়াকান্দিতে সারিয়াকান্দি আবদুল মান্নান মহিলা কলেজ এবং
  • নন্দীগ্রামে নন্দীগ্রাম মহিলা ডিগ্রি কলেজ।

এই ২৭১টি বেসরকারি কলেজ সরকারি হওয়ার পর পর দেশে মোট সরকারি কলেজ ও সমমানের প্রতিষ্ঠান হলো ৫৯৮টি।

এই বিভাগের অন্য খবর

Back to top button