শিবগঞ্জ উপজেলা

ধানের চারা লাগিয়ে মোকামতলা-সোনাতলা সড়ক সংস্কারের দাবি

বগুড়ার শিবগঞ্জের মোকামতলা-সোনাতলা সড়ক সংস্কারের দাবিতে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ করেছে এলাকাবাসী। রবিবার সকালে তারা প্রায় এক ঘণ্টা প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

ভালো ড্রেনেজ ব্যবস্থা না থাকা, দখল, দূষণ ও সংস্কারের অভাবে ওই সড়কে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। ৫ মিনিটের সড়ক অতিক্রম করতে এক ঘণ্টা সময় লাগে।

খোঁজ নিয়ে জানা গেছে, মোকামতলা বাসস্ট্যান্ড থেকে সোনাতলা ১৬ কিলোমিটার সড়কের  প্রায় এক কিলোমিটার অংশের অবস্থা করুণ। পাথর উঠে বিভিন্ন স্থানে ছোটবড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই সড়কে হাঁটু পানি জমে। মাঝে মাঝে এ গর্তে পড়ে যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান বলেন, ‘মোকামতলা-সোনাতলা সড়ক অবৈধ দখলমুক্ত করে দ্রুত সংস্কারের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। জনদুর্ভোগ কমাতে অবিলম্বে তা বাস্তবায়ন করা হবে।’

এই বিভাগের অন্য খবর

Back to top button