জাতীয়
আজ ১৫ই আগস্ট, বাঙালি জাতির শোক দিবস
১৯৭৫ সালের ১৫ আগস্ট, তখন প্রায় ভোর। ৩২ নং সড়কের নিজ বাড়িতে গুলি চালিয়ে হত্যা করে বঙ্গবন্ধু সহ তার পরিবারের আরো ৮ জনকে। অন্যদিকে আব্দুর রব সেরনিয়াবাত ও শেখ মনি সহ তাদের পরিবারের আরো ৬ জনকেও হত্যা করা হয়। অভিশপ্ত সেই রাতে ঘাতকেরা বাংলাদেশেকে অভিভাবক শুন্য করতে মোট ১৭ জনকে নির্বিচারে গুলি করে হত্যা করে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শরীরে ১৮ টি গুলি লেগেছিল। যে তর্জনি’র নির্দেশে বাঙালি জাতি দিক নির্দেশনা পেতো, সে তর্জনি কে থেঁতলে দিয়েছিল পিশাচরা।
যিনি বাঙালি জাতিকে স্বপ্ন দেখিয়েছেন স্বাধীন জাতি হিসাবে আত্নপ্রকাশ করার, যিনি বাঙালি জাতির পিতা, যিনি না জন্মালে বাংলাদেশের জন্ম হতো না।
বগুড়া লাইভের পক্ষ থেকে তার প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।