শাজাহানপুর উপজেলা

বগুড়ায় ডাকাতের হাতে নগদ টাকা ও প্রতারক ১৭ লক্ষ টাকার গরু নিয়ে উধাও

বগুড়ার শাজাহানপুরে ডাকাত এবং প্রতারক ট্রাকচালক-হেলপারের খপ্পরে পড়ে নগদ ৮০ হাজার টাকা ও ১৭ লাখ টাকা মূল্যের ১৬টি ষাঁড় হারিয়েছেন দুই ব্যাপারি। রবিবার ভোররাতে রাতে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের জামাদারপুকুর এলাকায় ঘটনা ঘটে।

ব্যাপারি নোয়াখালীর বেগমগঞ্জের ফয়েজ আহম্মেদ ও খোরশেদ আলম জানান, কোরবানির ঈদকে সামনে রেখে তারা দুই জন গাইবান্ধার ধাপেরহাট থেকে প্রায় ১৭ লাখ টাকা মূল্যের ১৬টি ষাঁড় কেনেন। একটি ট্রাকে গরুগুলো নিয়ে বাড়িতে ফিরছিলেন। রবিবার ভোররাত ৩টার দিকে ট্রাক বগুড়ার শাজাহানপুর উপজেলার জামাদারপুকুর এলাকায় মহাসড়কে পৌঁছে।

বাস ড্রাইভারের তথ্যে জানা যায়, গাড়ি বিকল  হয়ে গেছে ধাক্কা দিতে হবে তাদের কথায় বিশ্বাস করে দুই ব্যাপারি নেমে ট্রাকে ধাক্কা দিতে থাকেন। তখন ৮ থেকে ১০ জন ডাকাত এসে তাদের পেছন থেকে গামছা দিয়ে পেঁচিয়ে ধরে। এ সুযোগে চালক ও হেলপার গরুসহ ট্রাক নিয়ে পালিয়ে যায়। পরে ডাকাতরা তাদের হাত-পা ও মুখ গামছা দিয়ে বেঁধে মহাসড়কের পাশে ফেলে দেয়। এছাড়া তাদের কাছে থাকা ৮০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোনও নিয়ে গেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button