উপজেলাকাহালু উপজেলা
কাহালুতে আচার্য ড. সেলিম আলদীন এর জন্মজয়ন্তী পালিত
মোঃ ফাহিম আহম্মেদ রিয়াদ (বগুড়া লাইভ): বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা আচার্য ড. সেলিম আল দীন এর ৬৯তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় অংশ হিসেবে বগুড়ার কাহালু থিয়েটারের আয়োজনে থিয়েটার রুমে শিশুতোষ চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সাংষ্কৃতিক ব্যক্তিত্ব ও কাহালু থিটারের সভাপতি মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরাফাত রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন পৌর মেয়র হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা সহকারী শিক্ষা অফিসারবৃন্দ সহ অন্যান্যরা। চিত্রাঙ্কন প্রতিযোগীতায় কাহালুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগহণ করে।
অনুষ্ঠান শেষে প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে সার্টিফিকেট পুরষ্কার বিতরণ করা হয়।