বগুড়ার ধুনটে ফসলের চিকিৎসায় ডিজিটাল ক্লিনিক
বগুড়ার ধুনট উপজেলায় কৃষকের সহযোগিতার জন্য চালু হয়েছে ফসলের ডিজিটাল ক্লিনিক। উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে এ ক্লিনিক স্থাপন করা হয়েছে। এখানে সরকারি কর্মদিবসগুলোতে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশেষজ্ঞ কৃষিবিদরা কৃষকের ফসলের চিকিৎসা প্রদান করেন।
দোকান থেকে কীটনাশক কিনে অজ্ঞতার কারণে তারা সঠিক পরিমাপে ব্যবহারও করতে পারেন না। ফলে অধিকাংশ ক্ষেত্রে রোগ-বালাই থেকে ফসলকে মুক্ত করা সম্ভব হয়না। এ সব ভেবে উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম ফসলের ক্লিনিকের উদ্ভাবন করেন। তার উদ্যোগে ধুনট উপজেলায় এলাকা ভেদে কয়েকটি ভ্রাম্যমাণ ফসলের ডিজিটাল ক্লিনিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
দিনব্যাপী ক্লিনিকগুলোতে আক্রান্ত ফসলের চিকিৎসা ও চাষাবাদে নানা পরামর্শ দেওয়া হয়। ভ্রাম্যমাণ ক্লিনিকগুলোতে কৃষকের অংশ গ্রহণ প্রমাণ করেছে স্থায়ীভাবে ফসলের ক্লিনিক প্রয়োজন। এজন্য নিজ উদ্যোগে উপজেলা কৃষি কর্মকর্তা ডিজিটাল ফসল ক্লিনিক স্থাপন করেছেন
ডিজিটাল ফসল ক্লিনিকের নির্ধারিত মোবাইল নাম্বার রয়েছে। যার মাধ্যমে কৃষক মোবাইল ফোনে সমস্যা বলে করণীয় জেনে নিতে পারবেন।