বগুড়ায় মসলার বাজারে উত্তাপ, মেশানো হচ্ছে ভেজাল উপাদান
বগুড়ায় মসলার বাজারে উত্তাপ লেগেছে। দাম বেশি সাথে মসলার মধ্যে ভেজাল উপাদান মেশানো হচ্ছে। কুরবানির ঈদকে সামনে রেখে বগুড়ার এক শ্রেণীর ব্যবসায়িরা এই কাজ করে মুনাফা লুটে নিচ্ছে। একই জিরাতে মহুরী, বালু ও অন্য জিরাতে পানি মিশ্রণের অভিযোগে বগুড়ায় ভ্রামামাণ আদালত জরিমানা প্রদান করেছে। তারপরও থেমে নেই নিম্নমানের ভেজাল উপাদন মেশানো মসলা বিক্রি।
বগুড়া শহরের মসলার বড় বাজার হিসেবে পরিচিত রাজা বাজার, ফতেহ আলী, কলোনী, চেলোপাড়া, উপশহর বাজার, খান্দার বাজার, বিসিক বাজার, গোদারপাড়া বাজারসহ বিভিন্ন বাজারে মসলার বাজার বেশ চড়া।
ঈদ উপলক্ষে বর্তমানে বগুড়ার পাইকারি বাজারে মান ভেদে কালো এলাচ ৮০০ থেকে ১০০০ টাকা, লবঙ্গ ৯০০ থেকে ১০০০ টাকা, কালোজিরা ১৭০ থেকে ১৮০ টাকা, গোল মরিচ ৬০০ থেকে ৭০০ টাকা, জায়ফল ৭০০ থেকে ৮০০ টাকা, তেজপাতা ১৫০ থেকে ১৮০ টাকা, সাদা সরিষা ৮০ থেকে ১০০ টাকা, পাঁচফোড়ন ১৫০ থেকে ১৭০ টাকা, ধনিয়া ১০০ থেকে ১২০ টাকায়, হলুদ ১৮০ থেকে ২০০ টাকা, মরিচ ১৮০ থেকে ২৪০ টাকায়।