পরকিয়া প্রেমের টানে বগুড়ার ধুনটে এক সন্তানের জননী উধাও
বগুড়ার ধুনট উপজেলায় পরকিয়া প্রেমের টানে লিপি আকতার (২৫) নামের এক সন্তানের জননী উধাও হবার ঘটনা ঘটেছে। লিপি আকতার উপজেলার নিমগাছী ইউনিয়নের সাতবেকী গ্রামের পপিন মিয়ার স্ত্রী। পপিন মিয়ার পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, প্রায় ৭ বছর আগে পপিন মিয়া শেরপুর উপজেলার ছনকা এলাকার কদম আলীর মেয়ে লিপি আকতারকে ইসলামি শরিয়াহ মোতাবেক বিবাহ করে।
দির্ঘদিন সংসার চলাকালীন সময়ে ৪ বছর পুর্বে লিপি আকতারের গর্ভে একটি পুত্র সন্তানের জন্ম হয়। সংসার চলাকালীন সময়ে শিয়ালী গ্রামের রিপন মিয়ার সাথে লিপি আকতারের সহিত দির্ঘদিন যাবৎ মোবাইল ফোনে প্রেমের সম্বপর্ক গড়ে ওঠে। রিপন মিয়া উপজেলার শিয়ালী গ্রামের মৃত বাদশা মিয়া অরফে মধু সরকারের ছেলে।
গত মঙ্গলবার প্রেমে টানে চার বছরের পুত্র সন্তান রেখে রিপন মিয়ার সহিত উধাও হয় পপি আকতার। তাদের উধাও হবার পেছনে সিএনজি চালক সাদিকুল ইসলাম জড়িত আছে বলে জানান পপিনের পরিবার। সাদিকুল গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের বেলতলী পাড়া গ্রামের মৃত ছয়ফল উদ্দিনের ছেলে । এ বিষয়ে রিপোর্ট লেখাকালীন থানায় ও আদালতে কোন অভিযোগ দায়ের করা হয়নি। তবে অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে বলে পপিনের পরিবার জানান।
কারিমুল হাসান লিখন, ধুনট