কুরবানি ঈদকে সামনে রেখে হাতুরির শব্দে মূখর নন্দীগ্রামের কামার পল্লী
ভোর হতে শুরু করে গভীর রাত পর্যন্ত পৌর এলাকায় কামার পল্লীগুলোতে ব্যস্ততার চিত্র দেখা যায়
আসন্ন পবিত্র ঈদ-উল আযহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কামার শিল্পীরা । ভোর হতে শুরু করে গভীর রাত পর্যন্ত পৌর এলাকায় কামার পল্লীগুলোতে ব্যস্ততার চিত্র দেখা যায় । কোরবানির পশুর মাংস কাটাকাটি আর চামরা ছাড়ানোর জন্য অন্যতম অনুসংগ দা, ছুরি, চাপাতি, বটিসহ বিভিন্ন ধরনের পন্য তৈরীতে ব্যস্ত সময় পার করছে তারা ।
ঈদকে সামনে রেখে বিভিন্ন স্থান থেকে লোকজন এসে কামার শিল্পীদের কাছে গরু কাটার দা, চাপাতি, ছুরি সহ নানা জিনিস ক্রয় করছেন। আবার অনেকে ঘরে থাকা পুরোনো দা, ছুরি, চাপাতি ধার কাটাতে আসছেন।
ঈদুল আযহার অন্যতম ওয়াজিব পশু জবাই করা। আর জবাই করার অন্যতম উপাদান এসব পন্য। সারা বছর তৈরীকৃত এসব পন্য যত বিক্রি হয় তার চেয়ে বেশি বিক্রি হয় ঈদুল আযহাকে উপলক্ষ করে। কারন হিসেবে, পশু জবাহ করার জন্য ধারালো অস্ত্রের প্রয়োজন। আর ঈদ চলে যাওয়ার পর এসব অস্ত্র সবাই রক্ষিত করে রাখেনা । আর যারাও রাখেন সেগুলোতে জং পরে নষ্ট হয়ে থাকে। তাই প্রতি বছর নতুন নতুন অস্ত্রের প্রয়োজন পড়ে। আর সে কারনেই ঈদকে কেন্দ্র করে দা, ছুরি, চাপাতি বটি সহ নানা পন্য তৈরীতে ব্যস্ত হয়ে পড়ে কামার শিল্পীরা।