ধুনট উপজেলা
বগুড়ার ধুনটে পানিতে ডুবে প্রেম পাগলের মৃত্যু
বগুড়ার ধুনটে পুকুর থেকে আমিনুর ইসলাম (৪৫) নামের এক পাগলে মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মাঠপাড়া ঈদগাহ এর পাশে মৃত আব্দুস সামাদ চেয়ারম্যানের পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান জানান, প্রায় নয় মাস যাবৎ আমিনুর ইসলাম (প্রেম পাগল) আমার এলাকায় এসেছে। সে তার ঠিকানা বলতে পারেনা। তিনি শুধু তার নাম ও তার মায়ের নাম বলতে পারে। তার মায়ের নাম পিয়ারা খাতুন।
সে দির্ঘদিন এলাকায় থাকার কারনে গ্রামের লোকজন টাকা দিয়ে একটি ঘর নির্মাণ করে দেয়ে। সে সেখানেই বসবাস করে আসছিলো। ঘটনার দিন দুপুরে পার্শ্ববর্তি পুকুরে গোসল করতে গিয়ে সে পানিতে ডুবে যায়। পরে মাছ ধরা জালের সাহায্যে পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।
কারিমুল হাসান লিখন, ধুনট