আজ ঈদের দিনে বগুড়ায় নিহত – ৫
আজ ঈদ-উল-আযহার দিনেও বগুড়ায় এখন পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২ জন।
বগুড়ার শাজাহানপুরে বাস ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ৩ জন মারা যায়।
অন্যদিকে শেরপুরে গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা খেয়ে ২ জন মারা যান। নিহতদের মধ্যে দুইজন এর পরিচয় পাওয়া যায়। নিহতরা হলেন বগুড়ার কাজীপুর উপজেলার হাজরাহারি গ্রামের শামীম আকাশ (২৮) এবং সোহেল রানা (২৭)। বগুড়া শহীদ জিয়াউর রহমার মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল আজিজ বলেন, বুধবার সকাল সাড়ে ৮টার আশেপাশে শাজাহানপুরের মাঝিরা বাজার এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে রংপুরগামী আল হামরা বাস ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ সংঘটিত হয়। এসময় ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর দুই জন মারা যান। এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছে।
দুপুর ১২টার দিকে শেরপুরের শালপাড়া বোয়ালকান্দি এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে দুইজন নিহত হয়। শেরপুর থানার ওসি হুমায়ুন কবির এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।