বিডি ক্লিন-বগুড়ার সাফাইয়ে এবার জাতীয় ক্রিকেট দলের শফিউল
BD Clean - Bogura বীর শ্রেষ্ঠ স্ক্যয়ার এর চারপাশের রাস্তা সাফাইয়ে এবার যুক্ত হলেন গেরিলা মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন নোবেল, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম পেজার শফিউল ইসলাম এবং মাই টিভি'র সংবাদ উপস্থাপক মুজাহেদুল ইসলাম সিব্বির
বগুড়া শহরের সড়ক ও ফুটপাত সাফাইয়ে বিডি ক্লিন-বগুড়ার সদস্যদের সাথে যুক্ত হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম পেজার শফিউল ইসলাম। নিজ জেলায় এতো ভালো উদ্যোগ নিয়েছে বিডি ক্লিন-বগুড়ার সদস্যরা এতে সে অভিভূত জানালেন বগুড়ার সন্তান ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম পেসার শফিউল ইসলাম। তাদের সাথে যুক্ত হয়ে পরিচ্ছন্ন এর কাজ ও করেছেন সে।
বিডি ক্লিন-বগুড়ার মুখপাত্র আকবর আহমেদ জানিয়েছেন, ঈদের ছুটির কারণে ২৪ আগস্ট শুক্রবারের পরিচ্ছন্নতা অভিযান বন্ধ রাখার কথা ভাবা হয়েছিল। কিন্তু সদস্যরা শুক্রবারের এই ইভেন্ট বন্ধ রাখতে রাজি হননি। তারা ঐ দিনেও বরাবরের মতো শহর সাফাইয়ের কাজে লেগে পড়ে।
শুক্রবার বিডি ক্লিন-বগুড়ার সদস্যরা শহরের প্রাণ কেন্দ্র সাতমাথা তথা বীরশ্রেষ্ঠ স্কয়ারসহ সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন। ঈদের ছুটিতে অধিকাংশ সদস্য শহরের বাইরে থাকায় এদিনের পরিচ্ছন্নতা অভিযানে বিডি ক্লিন-বগুড়ার মাত্র ২৪জন হাজির ছিলেন। সকাল ৯টায় অভিযান শুরু করার কথা থাকলেও বৃষ্টির কারণে স্বেচ্ছাসেবীরা এক ঘন্টা দেরিতে ঝাড়ু আর বেলচা হাতে সড়কে নামেন। প্রায় পৌণে দুই ঘন্টা ধরে বেলা পৌণে ১২টা পর্যন্ত সাফাই কার্যক্রম চালানো হয়। এর আগে বগুড়ার জেলা প্রশাসন, পৌরসভা, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষ ‘বিডি ক্লিন-বগুড়া’র শহর সাফাই কার্যক্রমে যুক্ত হয়েছেন। দিন দিন এর সদস্য সংখ্যাও বাড়ছে।
বিডি ক্লিন-বগুড়ার সদস্যরা জানান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শফিউল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা সবাই খুবই আনন্দিত । আমাদের কাজকে এগিয়ে নেয়ার জন্য তাদের সহযোগীতা সব সময় কাম্য ।
উল্লেখ্য, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে পরিচ্ছন্ন দেশ হিসেবে গড়ে তুলতে প্রায় দুই বছর আগে ঢাকায় বিডি ক্লিন নামে একটি সংগঠনের যাত্রা শুরু হয়। বর্তমানে ওই সংগঠন বাংলাদেশের ৪৮টি জেলায় ১৪ হাজার স্বেচ্ছাসেবী কাজ করছে। চলতি বছরের ২৯ জুন বগুড়ায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করে বিডি ক্লিন-বগুড়ার সদস্যরা।