শেরপুর উপজেলা
শেরপুরে বিস্কুটের প্যাকেটে মাদক সরবরাহ করার সময় আটক ২
মাদক ব্যবসায়ীদের কৌশলের শেষ নেই। তারা নিত্যনতুন নানা কৌশলে মাদক পাচার ও বিক্রি অব্যাহত রেখেছে
আইন শৃঙখলা বাহিনীর চোঁখ ফাকি দিতে এবার বিস্কুটের প্যাকেটে গাঁজা ভরে রমরমা ব্যবসা করে আসছিলেন মাদক ব্যবসায়ীরা। গোপনে এমন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে বগুড়ার শেরপুর থানা পুলিশ। একপর্যায়ে বিস্কুটের প্যাকেটে অভিনব কায়দায় গাঁজা পরিবহন করার সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় । এসময় তাদের নিকট থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
শনিবার (২৫আগস্ট) দুপুরে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের শেরুয়া বটতলা বাজার এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তারা হলেন- উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বনমরিচা গ্রামের আবু সাঈদের ছেলে আরিফ মন্ডল (১৯) ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার পশ্চিম বালাতারি গ্রামের আবুল হোসেনের ছেলে মো. লিটন মিয়া (২০)।