পরিবহনবগুড়া সদর উপজেলা

আজ বগুড়া শহরের বনানী এলাকায় ছিলো ঢাকামুখী মানুষের উপচে পড়া ভীড়

ঢাকামুখী টিকেটের দাম আকাশচুম্বী ! ঈদের ৫ দিন পরেও টিকেট কাউন্টারে মানুষের উপচে পরা ভীড়

ঈদের আমেজ শেষ, এবার কর্মস্থলে ফেরার পালা। আজ বগুড়া শহরের বনানী এলাকায় ছিলো ঢাকামুখী মানুষের উপচে পড়া ভীড়। শহরের ঠনঠনিয়া বাস স্ট্যান্ড এ ঢাকাগামী বাসের টিকেট না পেয়ে যাত্রীরা বনানী বাইপাস এলাকায় ভীড় করতে থাকেন ঢাকাগামী যেকোনো পরিবহনে একটি সিট এর আশায়।

এ অবস্থায় সকল ধরনের পরিবহনেই ২ থেকে ৩ গুণ ভাড়া আদায় করতে দেখা যায়। অন্য সময়ের যেসব টিকেট ৩০০-৩৫০ টাকায় বিক্রি গতো তা আজ বিক্রি হচ্ছে ৭০০ থেকে ১০০০ টাকায়।

এসময় বেশ কিছু কালোবাজারি দের ও দৌরাত্ম্য দেখা যায়। যাদের আজকে ঢাকা যাওয়া আবশ্যক তারা অনেকেই বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকে করেও যাত্রা করেন। এতেও তাদের গুনতে হয়েছে ৫০০-৬০০ টাকা।

আর ঢাকার লোকাল বিআরটিসি বাস গুলোও এসময় ৬০০ টাকা করে ভাড়া নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। যদিও মহাসড়কে এমন দ্বিতল বাস চলাচল ঝুঁকিপূর্ন তবুও মানুষ বাধ্য হয়েই এসব পরিবহনে চড়েই রওনা দেয়।

 

এই বিভাগের অন্য খবর

Back to top button