বগুড়া সদর উপজেলা

বগুড়া পৌর এলাকায় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ভোগান্তি

লোকসংখ্যা আর আয়তনের দিক থেকে বগুড়া এখন দেশের সবচেয়ে বড় পৌরসভা। কিন্তু পৌর এলাকায় ড্রেনেজ ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। নিয়মিত ড্রেন পরিস্কার করা হয় না, নেই কোন সংস্কার ও উন্নয়ন কাজ। সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে চরম ভোগান্তিতে পড়েন পৌরবাসী।

প্রায় ৭০ বর্গকিলোমিটার আয়তনের বগুড়া পৌরসভার জনসংখ্যা আট লাখ। ২১টি ওয়ার্ডে কাঁচা-পাকা মিলিয়ে ড্রেন রয়েছে ৭শ কিলোমিটারের বেশি। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার ও পরিস্কার করার কোনো উদ্যোগ নেই। পৌরবাসীর ভোগান্তির প্রধান কারণই এখন ড্রেন। ড্রেনের দুই পাশ ভরাট থাকায় মাঝখানে পানি জমে থাকে। এতে জন্ম নিচ্ছে মশা।

ওয়ার্ড কাউন্সিলররা ভোগান্তির বিষয়টি স্বীকার করেছেন। বগুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এর কাউন্সিলর সার্জিল আহাম্মেদ টিপু বলেন, এলাকার খাল পুনঃখনন করতে পারলে এই সমস্যা থাকবে না।

এই বিভাগের অন্য খবর

Back to top button