পরিবহন

এসআর পরিবহন বগুড়া থেকে ঢাকার এসি বাসের শিডিউল

এই পোস্টে SR Travels বগুড়া থেকে ঢাকার গাবতলি/টেকনিক্যাল/কল্যানপুরের এসি বাসের শিডিউল দেয়া হলো। একটা ব্যাপার বলে রাখি যে এই রুটে ২ ধরণের এসি আছে, একটা হলো হুন্দাই ইউনিভার্স এক্সপ্রেস cbu বিজনেস ক্লাস যার সিট এরেঞ্জমেন্ট ২;১ ও সিট সংখ্যা ২৮ আর আরেকটা হলো হিনো 1J বা ইসুজু এলটি এর ইকোনমি ক্লাস যার সিট এরেঞ্জমেন্ট ২;২ ও সিট সংখ্যা ৩৬।

নিচে টাইম টেবিল গুলো দেয়া হলো;

হুন্দাই বিজনেস ক্লাস;
সকাল:
৮:৩০, ৯:৩০, ১০:১৫; ৩টা ট্রিপ

দুপুর:
১২:৪৫, ২:০০, ২:৩০; ৩টা ট্রিপ

বিকাল:
৩:৩০; ১টা ট্রিপ

সন্ধ্যা:
৬:৩০; ১টা ট্রিপ

রাত:
১১:২০, ১১:৪৫, ১১:৫০, ১১:৫৫; ৪টা ট্রিপ

হিনো 1J/ইসুজু এলটি ইকোনমি ক্লাস
সকাল:
১১:০০; ১টা ট্রিপ

দুপুর:
২:০০; ১টা ট্রিপ

রাত:
১২:০০; ১টা ট্রিপ

সর্বমোট তাদের এসিতে বগুড়া-ঢাকা মিলিয়ে ১৫টা ট্রিপ আছে যেখানে বিজনেস ক্লাসে ১২টা আর ইকোনমি ক্লাসে ৩টা। উল্লেখিত এই ট্রিপ গুলোর মধ্যে যেগুলা রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকা যায় সে ট্রিপ গুলা বগুড়ার ফুড ভিলেজে ব্রেক দেয় যা পুরাতন ফুড ভিলেজ নামে খ্যাত। আর যেগুলা সরাসরি বগুড়ার সাতমাথা বা ঠনঠনিয়া টারমিনাল থেকে ঢাকা যায় সে ট্রিপ গুলা সিরাজগঞ্জে ফুড ভিলেজ প্লাসে ব্রেক দেয়।

ভাড়া: ইকোনমি ক্লাস ৫০০, বিজনেস ক্লাস ১০০০

ছবিতে ঢাকা-বগুড়া রুটের SR Travels Hyundai (বামে) ও SR Travels Hino 1J ( ডানে)

এই বিভাগের অন্য খবর

Back to top button