বগুড়া সদর উপজেলা
ফিটনেসবিহীন ৮০০ যানবাহনের বিরুদ্ধে মামলা হয়েছে বগুড়ায়
বগুড়া ও নাটোর মহাসড়কে ফিটনেসবিহীন ৮শত’ যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ। এ ঘটনায় মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক, নসিমন, ব্যাটারিচালিত অটোভ্যানসহ সব ধরণের থ্রি হুইলার চলাচল বন্ধ হয়ে যাচ্ছে বলে জানা গেছে।
কয়েকদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মহাসড়কে থ্রি হুইলার চলাচলের চেষ্টা করলেই পুলিশের ফাঁদে পড়ে আটকের পর মামলা হচ্ছে অই সব যানবাহনের।
জানা যায় পুলিশ সদস্যরা মহাসড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে চলতি আগস্ট মাসের ২৯ তারিখ পর্যন্ত ৮০০ যানবাহনে বিরুদ্ধে মামলা দিয়েছে।
এসব যানবাহনের মধ্যে রয়েছে বাস, ট্রাক, পিকআপ, সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইকসহ অন্যান্য যানবাহন। শত শত যানবাহন আটক করে কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এছাড়া থ্রি হুইলার (ব্যাটারি চালিত অটো ভ্যান) আটক করে পুলিশ ফাঁড়ির পাশের একটি পুকুরে ফেলে রাখা হচ্ছে।