বগুড়া লাইভ : গত সোমবার সন্ধ্যায় বগুড়া-দূর্গাপুর সড়কের কাহালু উপজেলার সাবানপুর এলাকায় একটি ট্রাকের চাপায় মোজাহার আলী (৩৮) নামের এক সাইকেল আরোহী গুরুত্বরভাবে আহত হন। পরে তাকে বগুড়া মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
এঘটনার পর পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালককে ধরতে পারেনি।
নিহত মোজাহার বগুড়ার নন্দীগ্রাম উপজেলার চাঙ্গইর মীরপাড়ার আঃ হামিদের পুত্র। কাহালু থানার এস আই আবু হেলাল জানান, ট্রাকটি দূর্গাপুর থেকে মালঞ্চার দিকে যাচ্ছিল। আর মোজাহার সাইকেলে চেপে বাড়িতে ফিরছিলো। এসময় ট্রাকটির সামনে সাইকেল নিয়ে ধাক্কা খেলে ট্রাক চাপায় পড়েন তিনি।