বগুড়ার ধুনট উপজেলার দিঘলকান্দি সড়ক থেকে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার রাস্তার বেহাল দশা
বগুড়ার ধুনট উপজেলার দিঘলকান্দি সড়ক থেকে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার রাস্তা পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার পাকা সড়ক সংস্কার না করায় বিভিন্ন স্থানে ভেঙে গেছে। ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ধুনট উপজেলার দুইটি ইউনিয়নের মানুষদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
এলাকার মানুষ থেকে জানতে পারা যায় পাইকপাড়া-দিঘলকান্দি সড়ক দিয়ে ধুনট উপজেলার চৌকিবাড়ী ও গোপালনগর ইউনিয়নের কয়েক হাজার মানুষ যাতায়াত করে। কিন্তু দীর্ঘদিন সংস্কার না করায় সাড়ে তিন কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে দু’পাশ ভেঙ্গে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে মাটি বের হয়েছে।
জানা যায়, সিরাজগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ ৯ বছর আগে কাজিপুর উপজেলার পাইকপাড়া থেকে বগুড়ার ধুনট উপজেলার দিঘলকান্দি পর্যন্ত সড়ক পাকা করে। সড়কটি প্রথমে ধুনট এলজিইডির নির্মাণ করার কথা থাকলেও পরবর্তীতে সিরাজগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ পাইকপাড়া থেকে কাজিপুরের ভানুডাঙ্গা পর্যন্ত পাকা করে। তবে সড়কটির নির্মাণ কাজ বগুড়া জেলার ধুনটের দিঘলকান্দি পর্যন্তই শেষ হয়ে যায়।
এখন এলাকাবাসী অবিলম্বে সড়কটি সংস্কার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।