বগুড়ার শেরপুরে পিডিবি’র সঞ্চালন লাইন! বাশেঁর খুটিতে !!
বগুড়া জেলার শেরপুর ও ধুনট সড়কের রনবীরবালা ঘাটপারের পূর্ব পার্শ্বে বাশেঁর খুটি দিয়ে “নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানী লিমিটেড (নেসকো)’র সার্ভিস লাইনের তার দিয়ে বাড়ি বাড়ি বিদ্যুতের সংযোগ দেয়া হয়েছে।
এতে করে ঝুকিতে রয়েছে ওই সড়ক দিয়ে চলাচলরত লাখ লাখ মানুষের জীবন। কর্তৃপক্ষকে অনেকেই এই বিষয়টি জানালেও কোন কর্নপাত করছেন না বলে অভিযোগ উঠেছে।
বিদ্যুত অফিসের নির্দেশনা অনুযায়ী, বিদ্যুতের খুটি থেকে ১০০ ফুট দুরত্বের মধ্যে না থাকলে কোন বাড়িতে বিদ্যুত সংযোগ দেয়া যাবেনা। অথচ বিদ্যুত অফিসের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীরা টাকার বিনিময়ে দুরত্ব গোপন করে এসব সংযোগ দিয়েছে বলে জানা যায়।
শেরপুর ও ধুনট সড়কের পাশ দিয়ে বিদ্যুত সংযোগ এমনভাবে রয়েছে যে যানবাহনগুলো একটু এদিক সেদিক হলেই যেকোন মুহুর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বিদ্যুতের তারের মাঝে মাঝে জোরা থাকায় তাতে জড়িয়ে মারাও যেতে পারে অনেকে।
এই ব্যাপারে কর্তৃপক্ষকে জানালে তারা বলেন ওই এলাকায় গিয়ে সংযোগ গুলো দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।