বগুড়ায় উদ্বোধন হলো ‘আক্কেল আলীর সংসার’ নাটকের শুটিং
এর আগে বগুড়ার ভাষায় ‘সোনাভান’ নাটক দর্শকদের মন কেড়েছে। এখন আবার আরেকটি নাটক এর শুটিং শুরু হলো বগুড়ায়।
এ.আর পলাশের রচনা ও পরিচালনায় বগুড়ায় ‘আক্কেল আলীর সংসার’ নাটকের শুটিং’র উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে বগুড়া শহরের মানিকচক এলাকার মুন্নাপাড়া গ্রামে এ শুটিং এর উদ্বোধন করা হয়। ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মোঃ মুঞ্জুরুল হক মঞ্জু।
এসময় উপস্থিত ছিলেন শহর কৃষকলীগের আহবায়ক মোঃ মাসুদ রানা সরকার, যুগ্ম আহবায়ক মোঃ তাহিয়াতুল কবীর (রাব্বুল) কাদের সরকার, যুব শ্রমিকলীগ নেতা হারুনুর রশিদ প্রমূখ।
উক্ত নাটকটিতে অভিনয় করছেন এ.আর পলাশ, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত অভিনেত্রী কেয়া মনি, মাহবুব, শিমু, লাকী সওদাগর ও আজিজার মাস্টর সহ অন্যান্য অভিনেতা-অভিনেত্রীবৃন্দ।
আর এই নাটকটিতে ফুটিয়ে তোলা হয়েছে মূলত নারী নির্যাতন, যৌতুক ও কৃষকদের উন্নয়নমূলক কর্মকান্ড এবং সমাজ সচেতনতা বিষয়গুলো তুলে ধরা হবে বলে নাটকের পরিচালক জানান।
আশা করা হচ্ছে ‘সোনাভান’ নাটক এর মত এই নাটকটিও জনপ্রিয়তা পাবে।